ইমামদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩


ইমামদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে
ছবি: জনবাণী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. সোহায়বুর রহমান বলেছেন, দ্বীনি ইসলাম প্রচারের পাশাপশি ইমাম সাহেবদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে। আর সেজন্যই সরকার ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে আপনাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ ইমাম হিসেবে গড়ে তুলছে। আপনারা আপনাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবেন।


বুধবার (১৪ জুন) ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ের মিলনায়তনে ৫৫৩ তম দলের রিফেসার্স প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মো. আলমগীর হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। 


আরও পড়ুন: ইমাম হত্যা মামলার প্রধান আসামী স্বামী-স্ত্রী গ্রেফতার


ইমাম প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মো. ওমর ফারুক। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সিদ্দিকুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কেয়ার টেকার মো. আজাদ কালাম রনি। 


প্রধান অতিথি ও বিশেষ অতিথি ৫দিন ব্যাপী ১০১ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে রিফেসার্স কোর্সের সনদ বিতরণ করেন।


জেবি/ আরএইচ/