আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণে সাহসীকতার পরিচয় দিলেন ওয়ালিফ মন্ডল
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ওয়াদা বাস্তবায়নে আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণে সাহসীকতার পরিচয় দিয়েছেন ওয়ালিফ মন্ডল।
এই কর্মকর্তা উপজেলার প্রত্যান্ত অঞ্চল ঘুরে ঘরে সরকারের খাস জমির সন্ধান বাহির করে, উপজেলা প্রশাসনের মাধ্যমে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন ওয়ালিফ মন্ডল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কর্মকাণ্ড বিষয়ে উপজেলার সাবেক ইউএনও মোহাম্মদ আল মারুফ আইন শৃঙ্খলা মিটিংএ তুলে ধরে ছিলেন।
মোহাম্মদ আল মারুফ সাংবাদিকদের বলে ছিলেন, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের পাঁচ বিশিষ্ট কমিটির সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ঘর গুলি নির্মাণ করেছেন।
আমি দেখেছি, ওয়ালিফ মন্ডল অনেক সময় ভাত খাওয়ার সময় পায়নি, এ স্থান থেকে অন্য স্থানে ঘর নির্মাণ কাজে ছুটে চলেছেন তিনি।
এমন ভাবে এ উপজেলায় ১৬৯১ টি আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ সম্পূর্ণ করেছেন ওয়ালিফ মন্ডল।
এর মধ্যে উপজেলা প্রশাসন ১৪৩২ টি আশ্রায়ন প্রকল্পের ঘর প্রকৃত ভূমিহীন পরিবারে হস্তান্তর করেছেন।
বর্তমানে উপজেলার সফল কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে নাম উঠেছে ওয়ালিফ মন্ডলের।
তিনি তার কর্মদক্ষতায় স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য-সহ সাধারণ মানুষের কাছে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে জায়গা করে নিয়েছেন ওয়ালিফ মন্ডল।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের সাথে কথা হলে, তিনি জানান, আমি সুন্দরগঞ্জে সুনাম কামাতে আসিনি, আমি সরকারের অর্ডার ফলো করেছি মাত্র।
আরএক্স/