সরিষাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩


সরিষাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবি: জনবাণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনুর্ধব-১৭) ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১৫ জুন) সরিষাবাড়ী উপজেলার গয়ময়দান শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। 


সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ফাইনাল খেলাটির উদ্বোধন ঘোষণা করেন। 


এ সময় সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. সাদ্দাম হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জেলি আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জিএস, ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পোঘলদিঘা ইউনিয়নের মহিলা মেম্বার আছমা উল হুসনা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: সরিষাবাড়ীর ইউএনওকে অপসারণ দাবি জানিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ


সাতপোয়া কামরাবাদ পৌরসভা ফুটবল একাদশ ও ডোয়াইল পোগদিঘা একাদশ মুখোমুখি হয়। ২- ০ গোলে ডোয়াইল পোগলদিঘা একাদশকে পরাজিত করায় সাতপোয়া কামরাবাদ সরিষাবাড়ী পৌরসভা একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।


এ ছাড়াও উভয় দলের খেলোয়াড়দের গলায় মেডেল পড়িয়ে দেওয়া হয়। ১ সহস্রাধিক দর্শক খেলাটি উপভোগ করেন। 


খেলাটি পরিচালনা করেন সাংবাদিক গুলজার হোসেন ও সহকারী  পরিচালক রাশেদুল ইসলাম এবং বিজয় আহমেদ।


তবে সকল দল থেকে খেলোয়াড় বাছাই করে টিম সরিষাবাড়ী নামে একটি দল জামালপুর জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে।


জেবি/ আরএইচ/