রাবি অধ্যাপক জাহানুর রহমান মারা গেছেন


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩


রাবি অধ্যাপক জাহানুর রহমান মারা গেছেন
অধ্যাপক জাহানুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান মারা গেছেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


শনিবার (১৭ জুন) ভোর ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


জানা যায়, কিছুদিন আগে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ঢাকার ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ির পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। 


আরও পড়ুন: রাবি জিয়া পরিষদের সভাপতি এনামুল, সম্পাদক ফরিদুল


এই অধ্যাপকের মৃত্যুতে জনসংযোগ দফতরের পাঠানো এ বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর।


আরও পড়ুন: গুগলে নিয়োগের অফার পেলেন রাবি শিক্ষার্থী শুভ


শোক বার্তায় প্রয়াত অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়, পরিসংখ্যান বিষয়ে পঠন-পাঠন ও গবেষণায় অধ্যাপক জাহানুরের অবদান ছিল অনেক। তাঁর এই অবদান চির স্বরণীয় হয়ে থাকবে। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণের কথা বলা হয়েছে।


জেবি/এসবি