Logo

৬৯৯ টাকায় ব্লু-ব্যাজ দিচ্ছে ইনস্টাগ্রাম

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ২২:২৬
51Shares
৬৯৯ টাকায় ব্লু-ব্যাজ দিচ্ছে ইনস্টাগ্রাম
ছবি: সংগৃহীত

সম্প্রতি মাসিক সাবস্ক্রিপশনের ভিত্তিতে ইনস্টাগ্রাম আইডি ভেরিফায়েড পরিষেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

মেটার অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম আইডিতে ৬৯৯ টাকা দিয়ে  ব্লু-ব্যাজ পাওয়া যাবে। সম্প্রতি মাসিক সাবস্ক্রিপশনের ভিত্তিতে ইনস্টাগ্রাম আইডি ভেরিফায়েড পরিষেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ফোনেই ইনস্টাগ্রাম আইডি ভেরিফায়েড সুবিধা মিলবে। তবে মাসিক ফি দেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ সরকারি পরিচয়পত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। একইসঙ্গে ব্যবহারকারীর বয়স ১৮ বছর হতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টেক জায়ান্ট মেটা জানায়, ব্লু টিক যোগ হলে বাড়তি কিছু সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে সরাসরি। পাশাপাশি নিজেদের ফলোয়ারও বাড়াতে পারবেন। আপাতত ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই পরিষেবা পাওয়া যাবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD