সাংবাদিক হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


সাংবাদিক হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার
পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ

শান্তিপূর্ণ জেলা জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বনী নাদিম হত্যার ঘটনায় অপরাধী যেই হোক আর যত বড়ই হোক  কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। 


সোমবার (১৯ জুন) বিকেলে পুলিশ সুপার এক স্বাক্ষাৎকারে জনবাণী’কে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই। 


আরও পড়ুন: সরিষাবাড়ীতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


তিনি আরও বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজ ও রাষ্ট্রের উপকার হয়। এ সময় তিনি  সবাইকে সত্য ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করার আহবান জানান। 


তিনি জনবাণী’কে আরও বলেন, সাধারণ জনগণ যাতে কোনো পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে জামালপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।


জেবি/ আরএইচ/