কেন্দুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আরজু মিয়া (২৫) নামের এক যুবকের মুত্যু হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামের পুকুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত যুবক আরজু মিয়া সাতবারুকা গ্রামের মো.আব্দুল হাইয়ের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ইটখলায় শ্রমিকের কাজ করতেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু
সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম ভূঞা এ তথ্য নিশ্চিত করেন।
সাতবারুকা গ্রামের বাসিন্দা অনার্স পড়ুয়া ছাত্র আরিফুর রহমান আকন্দ জানান, আরজু মিয়া হাওরে বৃষ্টিতে ভিজে গরুর জন্য ঘাস কেটে বাড়িতে আসে। তখনই বাড়ির পার্শ্বেই আবুল কালামের পুকুরে গোসল করতে যায় আরজু মিয়া।
এ সময় তিনি পুকুর পাড়েই বজ্রপাতে আক্রান্ত হয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আরজু মিয়াকে মৃত ঘোষণা করেন।
জেবি/ আরএইচ/