ক্যাশ অফিসার পদে প্রিলির তারিখ জানালো কেন্দ্রীয় ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


ক্যাশ অফিসার পদে প্রিলির তারিখ জানালো কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ছবি

ক্যাশ অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।


কেন্দ্রীয় ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ সময়সূচি দেখা যাবে।


এতে বলা হয়, ক্যাশ অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যারা প্রবেশপত্র ডাউনলোড করেছেন তাদের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) ২১ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে বেঙ্গল গ্রুপ


পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষা আগামী ১৮ আগস্ট হওয়ার সম্ভবনা রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


জেবি/এসবি