সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত
ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।


সোমবার (১৯ জুন)  এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। 


এতে বলা হয়, গত বুধবার (১৫ জুন) জামালপুর জেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকার বিভাগ আজ সাময়িক বরখাস্ত করেছে।


আরও পড়ুন: সাংবাদিক হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে


আরও বলা হয়, একইসঙ্গে বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না- মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।


আরও পড়ুন: চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিমকে হত্যা: র‍্যাব


এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সোমবার স্বাক্ষর করেছেন।


এর আগে শনিবার (১৭ জুন) ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান বাবুকে আটক করে র‍্যাব। পরে তাকে সড়কপথে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।


জেবি/এসবি