সাংবাদিক হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এ রায় দেন।
আরও পড়ুন: চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিমকে হত্যা: র্যাব
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “রবিবার দুপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বাবুকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
জেবি/এসবি