ফুলবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৯শত কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে উফশী জাতের আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা এবং গ্রীষ্মকালীন নাবী পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও অন্যান্য উপকরণসহ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রণোদনা বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
ফুলবাড়িয়া উপজেলার ৯ শত কৃষকের মাঝে ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার এ উফশী জাতের আমন বীজ ৫ কেজি করে দেওয়া হয়।
এছাড়াও ৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন নাবী পেঁয়াজ এ ১০কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার, পলিথিন ও কীটনাশকসহ অন্যান্য উপকরণ সহায়তা বিতরণ করা হয়।
আরও পড়ুন: টাঙ্গাইল মধুপুরে কৃষাণ কৃষাণীর মাঝে পেয়াজ বীজ বিতরণ
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মির্জা আবু রায়হান সহ কৃষি কর্মকর্তা ও উপ-সহকারীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা বলেন, চলতি আমন মৌসুমে আবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য সরকার রেকর্ড সংখ্যক প্রণোদনা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। দেশের পতিত আবাদ জমির প্রতিটি ইঞ্চি কাজে লাগাতে হবে খাদ্য উৎপাদনের জন্য। উপজেলায় ৯ শত কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মালেক সরকার বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের মানুষ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
জেবি/ আরএইচ/