Logo

আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৩, ২২:৩৪
20Shares
আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

মামলার তদন্ত কারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ জুন) মামলার তদন্ত কারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এছাড়া আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।নিষেধাজ্ঞা দেওয়া অপর তিন আসামি হলেন-সাদিয়া চৌধুরী, আবুল কাশেম,এবং মটর সাইকেল সরবরাহকারক মো. আল মামুনদ।

বিজ্ঞাপন

মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রাজধানীর বনানী থানার মানিলন্ডারিং আইনে করা মামলায় আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) ও মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মো. মনিরুজ্জামান। চলতি বছরের মে মাসে বনানী থানায় মানিলন্ডারিং আইনের ৪(২)/৪(৪)/৪(৩) ধারায় মামলা করে পুলিশ।মামলার তদন্তের স্বার্থে আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) ও মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিচারক তা আজ মঞ্জুর করেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD