আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২১ জুন) মামলার তদন্ত কারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন।
এছাড়া আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।নিষেধাজ্ঞা দেওয়া অপর তিন আসামি হলেন-সাদিয়া চৌধুরী, আবুল কাশেম,এবং মটর সাইকেল সরবরাহকারক মো. আল মামুনদ।
আরও পড়ুন: আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জামায়াত সেক্রেটারি আরো এক মামলায় গ্রেফতার
এর আগে রাজধানীর বনানী থানার মানিলন্ডারিং আইনে করা মামলায় আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) ও মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মো. মনিরুজ্জামান। চলতি বছরের মে মাসে বনানী থানায় মানিলন্ডারিং আইনের ৪(২)/৪(৪)/৪(৩) ধারায় মামলা করে পুলিশ।মামলার তদন্তের স্বার্থে আলেশা মার্টের সকল সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) ও মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিচারক তা আজ মঞ্জুর করেন।
জেবি/এসবি