কাফনের কাপড় গায়ে সড়কে ৭ কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আন্দোলনে নেমেছেন।
বুধবার (২১ জুন) বিকেল ৪ টার দিকে রাজধানীর নিউমার্কেট মোড় অবরোধের পর বিকেল সাড়ে তিনটার দিকে কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা।
আরও পড়ুন: নীলক্ষেত মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা
এদিকে গরম ও রোদে এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, অব্যবস্থাপনার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ী। চূড়ান্ত পরীক্ষা দিয়ে ৯ মাস পেরিয়ে গেলেও আমরা ফল পাই না। আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশই ফেল করেছে অথবা নট-প্রমোটেড হয়েছে।
এর আগে গতকাল গতকাল একই দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
জেবি/ আরএইচ/