Logo

ক্যাম্পাসে নিজ ক্লাসরুমেই মীমের গায়ে হলুদ

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ২২:২৫
32Shares
ক্যাম্পাসে নিজ ক্লাসরুমেই মীমের গায়ে হলুদ
ছবি: সংগৃহীত

বাঙালি বিয়ের আয়োজনের অন্যতম প্রচলিত উৎসব গায়ে হলুদ। সাধারণত এই গায়ে হলুদের অনুষ্ঠান পারিবারিকভাবে সম্পন্ন হয়ে থাকে।

বিজ্ঞাপন

বাঙালি বিয়ের আয়োজনের অন্যতম প্রচলিত উৎসব গায়ে হলুদ। সাধারণত এই গায়ে হলুদের অনুষ্ঠান পারিবারিকভাবে সম্পন্ন হয়ে থাকে। তবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাদিয়া আক্তার মীমের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে তার নিজ বিভাগে। তিনি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় মীমের হলুদ সন্ধ্যার আয়োজন করে তার সহপাঠীরা। এদিন বিকাল ৫ টা থেকেই এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের করিডরে জড়ো হতে থাকে মীমের সহপাঠীরা। একাডেমিক ভবনের ১১৫ নং রুমে নিজ ক্লাসরুমে সহপাঠীরা মুহূর্তেই তৈরি করে ফেলে গায়ে হলুদের মঞ্চ।

বিজ্ঞাপন

চিরাচরিত গায়ে হলুদের নিয়মের মতোই কাঁচা হলুদ মাখিয়ে সম্পূর্ণ করা হয় সকল আনুষ্ঠানিকতা। হলুদ সন্ধ্যায় মীমের বিভাগের বন্ধু বান্ধবী, সিনিয়রসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিজ্ঞাপন

এসময় দেখা যায় মীমের বন্ধুরা আলতো করে হলুদ লাগিয়ে দিচ্ছেন, কেউ গান গাইছেন, আবার কেউবা বিভিন্ন গানের তালে তালে নাচছেন। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় মীমের ক্লাসরুমে।

জানা যায়, সাদিয়া আক্তার মীমের বাসা বগুড়া জেলায়। আগামী ২ জুলাই পারিবারিক ভাবে জয়পুরহাট জেলার সাজেদ সাজুর সাথে বিয়ে হচ্ছে তার। মীমের বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে নিজ বিভাগেই গায়ে হলুদের আয়োজন করেছেন তার বন্ধুরা।

বিজ্ঞাপন

ক্যাম্পাসে ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে মীমের সহপাঠীরা বলেন, আমাদের পরীক্ষায় ব্যস্ততার মধ্যেই হটাৎ এই আয়োজন। আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা ক্লাসরুমেই হলুদ সন্ধ্যার আয়োজন করেছি। ইদের ছুটিতে আমরা মীমের বিয়েতে উপস্থিত থাকতে পারবো না এজন্য মীমের প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন। 

বিজ্ঞাপন

এই আয়োজন সম্পর্কে সাদিয়া আক্তার মীম বলেন, "আমার বন্ধুরা আমার জন্য এতো সুন্দর আয়োজন করবে এটা আমি কখনোই ভাবতেই পারিনি। এই বিভাগে ভর্তি হয়েছি মাত্র তিন মাস হয়েছে, এরমধ্যেই আমার বন্ধুরা আমাকে এমন একটা সুন্দর মুহূর্ত উপহার দিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ ও অনেক বেশি আনন্দিত।"

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD