ঈদের পর আবারও বাড়বে চিনির দাম: বাণিজ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩


ঈদের পর আবারও বাড়বে চিনির দাম: বাণিজ্যমন্ত্রী
সেমিনারে কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ঈদের পর চিনির দাম কিছুটা বাড়তে পারে। চিনির দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে। আমাদের দেশের ৯৯ ভাগ চিনিই আমদানি নির্ভর। ঈদের আগে দাম বৃদ্ধি বা কমানো নিয়ে আর বসার সুযোগ নেই।


বৃহস্পতিবার (২২ জুন) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি জানান, চিনির পাশাপাশি তেলের দাম কমেছে। ফলে আমরাও তেলের দাম কমিয়েছি।


টিপু মুনশি বলেন, এখনই চিনির দাম বাড়াতে চাই না। ভোক্তা অধিকারকে বলব তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। কেউ ঈদের আগে অতিরিক্ত দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন: টিসিবির পণ্যে জুলাই থেকে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল: বাণিজ্যমন্ত্রী


বাণিজ্যমন্ত্রী বলেন, ছোটবেলায় মা বলতেন- কালোজিরা বেটে ভাতের সঙ্গে খেতে। এতে শরীর ভালো থাকে। হাজার হাজার বছর ধরে লতাপাতা দিয়ে আমাদের পূর্ব পুরুষেরা সুস্থ থেকেছেন। আমাদের হাজার বছরের চিকিৎসা ইতিহাসে আয়ুর্বেদের নিবিড় সম্পৃক্ততা রয়েছে।


টিপু মুনশি বলেন, আয়ুর্বেদ নিয়ে ব্যাপক প্রচারণা করার প্রয়োজন আছে। আমরা প্রচারে অনেক পিছিয়ে আছি। মানুষজন যেন এটা ব্যবহার করতে শুরু করে। এটা নিয়ে গবেষণা করারও প্রয়োজন রয়েছে। 


তিনি বলেন, দেশের মানুষ যখন আয়ুর্বেদ খেতে শুরু করবে তখন দেশের বাইরেও এ ধরনের ওষুধ বা কাঁচামাল রপ্তানি করা যাবে।


জেবি/ আরএইচ/