ঢাকা কলেজে ঈদের ছুটি ১৪ দিন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩
পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি পাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৫ জুন থেকে শুরু করে ছুটি শেষ হবে ৬ জুলাই। মূল ছুটি ১২ দিন হলেও ছুটির পরে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট ১৪ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।
বুধবার (২১ জুন) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মাদ ইউসুফ এর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন রবিবার থেকে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।
আরএক্স/