মানবতাবিরোধী অপরাধ: যশোরের ৪ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (২৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস ও মো. ফসিয়ার রহমান মোল্লা।
রায় ঘোষণার সময় মো. আমজাদ হোসেন মোল্লা কাঠগড়ায় বসা ছিলেন। এই মামলায় পলাতক চারজনের মধ্যে নওশের বিশ্বাস মারা গেছে।
আরও পড়ুন: পদোন্নতি পেলেন ১৯১ বিচারক
এর আগে, ২১ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: ঘুস লেনদেন: দুদক মহাপরিচালকের পিএসহ চারজন ৩ দিনের রিমান্ডে
আসামিদের বিরুদ্ধে যশোরের মো. ময়েনউদ্দিন ওরফে ময়না, ডা. নওফেল উদ্দিন বিশ্বাস, সুরত আলী বিশ্বাস ও মোক্তার বিশ্বাসকে রাজাকার ক্যাম্পে নিয়ে আটকে রেখে নির্যাতন এবং পরে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।
জেবি/এসবি