বুয়েটে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৬ টায়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ঈদুল-আযহার নামাজ সকাল সাড়ে ৬টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
রবিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খোলা মাঠে জামাতের উপর সরকারি বিধি নিষেধ জারি করা হলে অথবা আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৬ টা ৪৫ মিনিটে, বায়তুস সালাম মসজিদে সকাল ৭ টায় এবং আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৭ টা ১৫ মিনিটে নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ
সকলকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল আযহার নামাজের জামাআতে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
জেবি/ আরএইচ/