করারোপ ছাড়াই কেন্দুয়া পৌরসভার বাজেট ঘোষণা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৮ পিএম, ২৫শে জুন ২০২৩


করারোপ ছাড়াই কেন্দুয়া পৌরসভার বাজেট ঘোষণা
ছবি: জনবাণী

নতুন কোনো করারোপ ছাড়াই নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ২৩ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৫৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 


রবিবার (২৫ জুন) সকাল সাড়ে এগারোটায় কেন্দুয়া পৌর অডিটরিয়ামে পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা এই বাজেট ঘোষণা করেন। 


আরও পড়ুন: নড়াইল পৌরসভার ৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা


এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল হামিদ, প্যানেল মেয়র-২ মাখবুল রাকিব সুমন, কাউন্সিলর গোলাম জিলানী, খন্দকার মনিরুজ্জামান, আক্কাস মিয়া, এরশাদ মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর বিলকিছ আক্তার জবা, পৌরসভার হিসাব রক্ষক সেলিম উদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. উবায়দুল হকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


জেবি/ আরেএইচ/