নড়াইল পৌরসভার ৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩


নড়াইল পৌরসভার ৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা
বাজেট ঘোষণা

নড়াইল পৌরসভার আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৮৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮শ’ ৮৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 


শুক্রবার (২৩ জুন) দুপুরে পৌরসভা সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আঞ্জুমান আরা।

  

বাজেটে আয় ও ব্যয়  সমান দেখানো হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে ৯ কোটি ৬৪ লক্ষ ২ হাজার ৬শ’ ৩৫ টাকা , উন্নয়ন খাতে ২ কোটি  ২ লক্ষ ৪৬ হাজার ২শ’ ৫৩ টাকা এবং  প্রকল্প খাতে ৭৭ কোটি টাকা আয় ধরা হয়েছে।


বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুন্ডু,সাধারন সম্পাদক রেজাউল বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,এ্যাড.আলমগীর সিদ্দিকী, সংবাদিক কাজী হাফিজুর রহমান,এ্যাড. রমা রানী রায়,কাউন্সিলর শরফুল আলম লিটু, বাস-মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান জামান প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, প্যানেল মেয়র কাজী জহিরুল হক জহির, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা মেশকাতুল ওয়াজীন লিটুসহ সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি,পৌরসভার কাউন্সিলরগন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরএক্স/