Logo

মহেশপুর সীমান্তে ১৫ স্বর্ণবার উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৫, ২৩:০০
32Shares
মহেশপুর সীমান্তে ১৫ স্বর্ণবার উদ্ধার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন–৫৮ এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে স্বর্ণ নিয়ে ভারত যাওয়ার সময় চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে পোটলাটি উদ্ধার করে পলিয়ানপুর ক্যাম্পে আনা হয়।খুলে দেখা যায়, কষ্টেপে মোড়ানো ১৫টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণগুলো তালিকা তৈরি করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD