আলমডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১৩ই আগস্ট ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন চালক সোহাগ হোসেন(২৫)।
বুধবার (১৩ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালশার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু বোঝাই ট্রাকে নিয়ে কুষ্টিয়া থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল সোহাগ। এসময় আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার নিগার সিদ্দিক কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান চালক।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে সোহাগ একাই ওই ট্রাকে ছিলেন। তিনি মূলত হেলপার। তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাক চালাচ্ছিলেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এসডি/