বিরামপুর কাঁচা মরিচের ঝাঁজ কমলেও বাড়ছে আলুর দাম


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩


বিরামপুর কাঁচা মরিচের ঝাঁজ কমলেও বাড়ছে আলুর দাম
আলু

দিনাজপুরের বিরামপুরে দামের চূড়া থেকে নামতে শুরু করেছে কাঁচামরিচ। এক দিনের ব্যবধানে অর্ধেকে নেমেছে দাম। এদিকে মরিচের দাম কমলেও বাড়ছে আলুর দাম। তিন-চার দিনের ব্যবধানে আলু কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।


মরিচ বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দাম কমে গেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে। অন্যদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরায় দাম বেড়েছে বলে জানান খুচরা আলু  ব্যবসায়ীরা।


রবিবার (২ জুলাই) বিরামপুরে বাজারে কাঁচামরিচের কেজি বিক্রি হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে। এক দিনের ব্যবধানেই দাম অর্ধেকের বেশি কমেছে। সোমবার থেকে ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।


এদিকে ঈদের আগে বিরামপুর বাজারে আলু বিক্রি হয়েছে কাঠিনাল আলু ২৫ টাকা,সাদা আলু ৩৫ টাকা,শীল বিলাতি আলু ৩২ টাকা,গোল বিলাতি আলু ৩৫ টাকা কেজি দরে।কিন্তু কয়েকদিনের ব্যাবধানে মঙ্গলবার(০৪ জুলাই) ১০ থেকে ১৫ টাকা বেড়ে কাঠিনাল আলু ৩৫ টাকা,সাদা আলু ৪৫ টাকা,শীল বিলাতি আলু ৪৫ টাকা,গোল বিলাতি আলু ৪৮ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।


বাজারের খুচরা আলু বিক্রেতা মো. সানোয়ার জানান, ঈদের পর থেকে পাইকারি বাজারে আলুর ঘাটতি থাকায় বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।


আরএক্স/