৪১ নয় ২০৩৫ সালেই বাংলাদেশ হবে স্মার্ট: নৌপ্রতিমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩


৪১ নয় ২০৩৫ সালেই বাংলাদেশ হবে স্মার্ট: নৌপ্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ৪১ সালে নয় ২০৩৫ সালেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।


মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 


নৌপ্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যায় ঠিক তখনই একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। মেয়র আসলাম যে উন্নয়নের কথা বললেন সেই উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা নির্বাচিত হয় তাহলে সেই বাংলাদেশ ৪১ সালে নয় ২০৩৫ সালেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। 


আরও পড়ুন: ঈদযাত্রা পুরোটাই ভাল হয়েছে, ঈদ আনন্দায়ক হয়েছে: নৌপ্রতিমন্ত্রী


সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসপি খোদাদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার প্রমুখ। 

এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সেতাবগঞ্জ পৌরসভার ২৬তম উন্মুক্ত বাজেটে প্রায় ৩১ কোটির টাকার বাজেট ঘোষণা করা হয়। 


জেবি/এসবি