Logo

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শরফুদ্দিন সান্টুর শ্রদ্ধা

profile picture
বশির হোসেন খান
৪ নভেম্বর, ২০২৫, ১৮:০০
21Shares
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শরফুদ্দিন সান্টুর শ্রদ্ধা
ছবি প্রতিনিধি।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য , উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

জিয়ারত শেষে এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের পথচলার অনুপ্রেরণা। আমরা তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

মাজার জিয়ারতের সময় উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শে উজ্জীবিত থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD