Logo

দল ছাড়ার প্রশ্ন নেই, রাজনীতি চালিয়ে যাবেন রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৫, ২০:০৯
6Shares
দল ছাড়ার প্রশ্ন নেই, রাজনীতি চালিয়ে যাবেন রুমিন ফারহানা
রুমিন ফারহানা | ফাইল ছবি

বিএনপির নেত্রী রুমিন ফারহানা স্পষ্টভাবে জানিয়েছেন, দল ছেড়ে অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নই তার কাছে নেই। দলীয় মনোনয়ন না পেলেও তিনি দলের সঙ্গে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিএনপি ২৩৭টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে, যেখানে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এই খালি আসনগুলোকে কেন্দ্র করে দলের জোট অংশীদারদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে।

২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে বিএনপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন রুমিন ফারহানা। গত কয়েক বছরে তিনি টকশো, সামাজিক মাধ্যমসহ নানা মাধ্যমে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

তবে সোমবার ঘোষিত তালিকায় তার নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়।

মঙ্গলবার তিনি বিবিসি বাংলাকে বলেন, ৬৩টি আসনে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনার কারণে তালিকায় খালি রাখা হয়েছে। আমি এখনই বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আমাকে দেওয়া হচ্ছে কি না। তবে আমার রাজনীতি আমি আমার মতো করে চালিয়ে যাব।

রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে বিএনপিতে কাজ করেছি। দেশের জন্য, দলের জন্য, ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে কাজ করেছি। আগামী দিনগুলোতেও তাই চালিয়ে যাব।

বিজ্ঞাপন

তিনি দলের ২৩৭ প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমার রাজনীতি আমার রাজনীতি। আমি আমার মতো করে এটা চালিয়ে যাব। দল সিদ্ধান্ত নেবে, আর আমি সেটাকে সম্মান করব।

মনোনয়ন নিয়ে আশা বা হতাশার বিষয়ে ফারহানা বলেন, আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। নির্বাচন বা মনোনয়ন এক ঘটনা মাত্র, রাজনীতি তো আমার নিজের। আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ছিলাম, আছি, থাকব।

বিজ্ঞাপন

সর্বশেষ তিনি নিশ্চিত করে বলেন, দল ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি বিএনপিতে আছি এবং থাকব। রাজনীতি চালিয়ে যাব দলের সঙ্গে থেকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD