বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এ্যাডভোকেসি সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এ্যাডভোকেসি সভা
ছবি: জনবাণী

বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বুধবার (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে ‘জেন্ডার সমতাই শক্তিঃ নারী ও কণ্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ এ প্রতিপাদ্য নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডা. জালাল উদ্দিন আহমেদ সিভিল সার্জন বাগেরহাট। 


আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাকি তালুকদার, মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট শাহি আমল বাচ্চু ও দৈবগহাট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।


আরও পড়ুন: বাগেরহাটে পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা তরুণী আটক


সভায় সভাপতিত্ব করেন মো. আকিব উদ্দিন উপপরিচালক পরিবার পরিকল্পনা বাগেরহাট। 


সভা শেষে পরিবার পরিকল্পনা সেবা প্রদানের জন্য বাগেরহাট জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসাবে মোড়েলগঞ্জ উপজেলা, ও দৈবগহাট্টি ইউনিয়ন পরিষদসহ সাত কর্মীকে সম্মাননা সারক প্রদান করা হয়।


জেবি/ আরএইচ/