রমেক ছাত্রলীগের সাবেক সম্পাদকের কক্ষ ভাঙচুর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


রমেক ছাত্রলীগের সাবেক সম্পাদকের কক্ষ ভাঙচুর
ছবি: জনবাণী

রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার রাতেই সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের কক্ষে হামলা চালিয়েছে তার প্রতিপক্ষ। এ সময় কক্ষে আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 


মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রমেক ক্যাম্পাসের পিন্নু ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: এলিকো এগ্রোভেটে যুক্ত হলো দুই ভেটেরিনারি ডাক্তার


বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের অভিযোগ, কেন্দ্রীয় নেতারা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এই খবর শুনে সন্ধ্যায় কক্ষ থেকে বাইরে যাই। পরে কক্ষে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে কলেজ প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানাই। দলের কতিপয় কর্মীর নেতৃত্বে এ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


রংপুর মহানগর পুলিশের ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল রাতেই ঊর্ধ্বতন পুলিশ পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।


জেবি/ আরএইচ/