পরীগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারালো বাবা-ছেলে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩


পরীগঞ্জে  বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারালো বাবা-ছেলে
ছবি: সংগৃহীত

রংপুরের পরীগঞ্জে ট্রাক ও যাত্রবাহী দুই বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫-৩০ জন আহত হয়েছে।


নিহতেরা হলেন, বাবা আল আমিন (৪০) ও তার ছেলে মাহিন (৬)। তাদের বাড়ি পীরগঞ্জের রাধাকৃষ্ণপুর গ্রামে।


শনিবার (৮ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বোর্ডের ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনার বিষয়টি করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান। তিনি জানান, নিহত আল আমিন ও শিশু মাহিন সম্পর্কে বাবা ছেলে। তারা বাসের যাত্রী ছিলেন। পীরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। 


আরও পড়ুন: পীরগঞ্জে পিতার ইচ্ছা পুরণ করতে গরু ও মহিষের ১০টি গাড়িতে বরযাত্রা!


মজিবর রহমান আরও জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়।  


আরও পড়ুন: পীরগঞ্জে মোবাইল কিনে না দেয়ায় ছাত্রের আত্নহত্যা


এ ঘটনায় আরও ২৫-৩০ জন গুরুত্বর আহত হন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


জেবি/এসবি