মাগুরায় কারিগরি শিক্ষা সনদ পেলো ১২০ শিক্ষার্থী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩


মাগুরায় কারিগরি শিক্ষা সনদ পেলো ১২০ শিক্ষার্থী
সনদ পেলো শিক্ষার্থী

সমাজ সেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার যৌথ উদ্দ্যোগে খুলনা অঞ্চলের ৫ টি জেলার ৭৪০ জন শিক্ষার্থীর হাতে তিন মাস মেয়াদি কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। 


এ উপলক্ষে শনিবার (৮ জুলাই) দুপুর ১২ টায় জেলা শহরের ঢাকা রোড সংলগ্ন মনোয়ারা প্লাজার তৃতীয় তলায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার মাগুরা জেলা কার্যালয়ে মাগুরা ও শ্রীপুর উপজেলায় কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ভার্চুয়ালি সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুমুখী মানব কল্যাণ সংস্থা উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. সাইফুল হক, নির্বাহী সদস্য জেসমিন জাহান মুন, নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল, মাগুরা সমাজসেবা উপপরিচালক আশাদুল ইসলাম। অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান শেখ আবদুস সালামের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক বিপুল আশরাফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম সাগর, ডেপুটি প্রজেক্টর কো-অর্ডিনেটর শিলা বিশ্বাস, মোঃ গোলাম রাব্বি রিজভী, ল্যাব ইনচার্জ তন্ময় চক্রবর্তীসহ অন্যান্যরা।


অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সংস্থাটির কোষাধ্যক্ষ ডাঃ সাইফুল্লাহ জানান, কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ৫ টি জেলার মোট ৭৪০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। আশা করি তাদের কর্ম জীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার ভূমিকা অনেক বেশি। আমাদের ছেলে মেয়েকে কারিগরি শিক্ষায় দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। যারা আজকে এই মূল্যবান সার্টিফিকেট নিচ্ছে তাদেরকে বসে থাকলে চলবে না। নিজের মেধাকে কাজে লাগিয়ে দিলে দেশের উন্নয়নে ভুমিকা পালন করবে।


আরএক্স/