নড়াইলে ৮০ হাজারে বিক্রি হলো ৫ মণের শাপলা পাতা মাছ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


নড়াইলে ৮০ হাজারে বিক্রি হলো ৫ মণের শাপলা পাতা মাছ
ছবিটি নড়াইলের কালিয়া উপজেলা থেকে তোলা

নড়াইলে ৫ মণ ওজনের শাপলাপাতা মাছ স্থানীয়দের মাঝে ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।


শনিবার (৮ জুলাই) নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা ও মধুমতি নদীর মোহনায় রতন বিশ্বাস নামের এক জেলের জালে ধরা পড়ে বিশাল আকৃতির ওই শাপলাপাতা মাছ।


মাছটি কিনতে একাধিক ক্রেতা আগ্রহ দেখালে স্থানীয়দের পরামর্শে ও এক মাছ ব্যবসায়ীর হস্তক্ষেপে মাছটি কেটে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।


আরও পড়ুন: ইছামতীতে ধরা পড়ল ৩শ কেজির ‘শাপলা পাতা মাছ’


জেলে রতন বিশ্বাস জানান, বড় ফাসের পাইড়জাল নদীর তলদেশে এক পাশ থেকে অন্য পাশে আড়াআড়িভাবে পেতে রাখা হয় সাধারণত পাঙাশ, বোয়ালসহ বড় বড় মাছ ধরার জন্য। এই জালেই গতকাল ৫ মণ ওজনের এ মাছটি ধরা পড়েছে।


কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান জানান, শাপলাপাতা মাছ জেলেদের জালে ধরা পড়ার কথা শুনেছি। তবে এ শিকার নিষিদ্ধ। এই মাছ প্রজাতিভেদে ৮০০ কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে।


জেবি/ আরএইচ/