শ্রীপুরে স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি শিখর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩


শ্রীপুরে স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি শিখর
মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরার শ্রীপুরে সারঙ্গদিয়া আব্দুল  মজিদ জোয়ারদার  মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব নির্মিত একতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।


এ উপলক্ষে সোমবার (১০ জুলাই) বেলা ১১ টায় সারঙ্গদিয়া আব্দুল  মজিদ জোয়ারদার  বালিকা  বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নব নির্মিত একতলা ভবনটির ফলক উম্মোচন করেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।


বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি জোয়ার্দার স্বর্ণালী রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মসিয়ার রহমান। 



এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,  শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মো. হুমাউনুর রশিদ মুহিত, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,  সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মন্ডল,  সব্দালপুর  ইউপি চেয়ারম্যান পান্না খাতুন , দারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুর  সবুর প্রমূখ।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জানান,  ৮৫ লাখ টাকা ব্যয়ে 'শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন' প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।


বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার বিষয়গুলোর সহযোগিতার আশ্বাস দিয়ে আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি জানান, স্কুলটি এমপিও ভুক্ত না হলে অস্তিত্ব সংকটে পড়ে যেত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে আজ এই প্রতিষ্ঠানটি মাথা উচু করে দাড়িয়েছে।


আরএক্স/