সব পৌরসভা ও ইউপি নির্বাচন সুষ্ঠু হবে: ইসি রাশেদা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা আশ্বস্ত করে বলেছেন, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
বুধবার (১২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনের আচরণ বিধি মেনে সকল প্রার্থীকে নির্বাচনি প্রচার চালাতে হবে এবং আশা করি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।
ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচনকালে ইভিএম বিকল হলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইভিএম এ রেজাল্ট পরিবর্তনের সুযোগ নেই। কেন্দ্রেই রেজাল্ট দেওয়া হবে।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের ক্ষমতা আগের চেয়ে বেড়েছে: ইসি রাশেদা
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বিপি,এম, পিপি,এম (বার), রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম।
প্রসঙ্গত, দেশের আটটি পৌরসভায় ও অর্ধ শতাধিক ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ১৭ জুলাই। পৌরসভাগুলো হলো- সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা, পিরোজপুরের ভাণ্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর ও যশোরের বেনাপোল।
জেবি/ আরএইচ/