Logo

নতুন সুবিধা নিয়ে আসছে ইনস্টাগ্রাম

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ০৫:২০
52Shares
নতুন সুবিধা নিয়ে আসছে ইনস্টাগ্রাম
ছবি: সংগৃহীত

আপলোড কার্যক্রম শুরুর পর অন্য অ্যাপ চালু করলেও আপলোডের সর্বশেষ অবস্থা ফোনের পর্দায় দেখা যাবে।

বিজ্ঞাপন

নতুন সুবিধা নিয়ে এসেছে শীর্ষ তেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। ‘লাইভ অ্যাকটিভিটিস’–সুবিধা চালু করছে ছবি ও ভিডিও বিনিময়ের সোশ্যাল মিডিয়াটি।

এই অ্যাপেনতুন সুবিধাটি চালু হলে ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও আপলোড কার্যক্রম শুরুর পর অন্য অ্যাপ চালু করলেও আপলোডের সর্বশেষ অবস্থা ফোনের পর্দায় দেখা যাবে।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামের বদলে অন্য অ্যাপ ব্যবহারের সময়ও ফোনের পর্দার এক পাশে ছবি বা ভিডিও আপলোডের সর্বশেষ অবস্থা জানা যাবে। এর ফলে ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও আপলোডের জন্য অপেক্ষা করতে হবে না। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানিয়েছে, লাইভ অ্যাকটিভিটিস–সুবিধা চালু হলে ফোন ব্যবহার না করলেও পর্দায় ছবি বা ভিডিও আপলোডের সর্বশেষ তথ্য দেখাবে ইনস্টাগ্রাম। ফলে ফোনের স্ক্রিন লক থাকা অবস্থায়ও আপলোডের তথ্য জানা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর ফলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজ করার সময় সহজেই ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও আপলোডের সর্বশেষ অবস্থা জানতে পারবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD