রংপুরে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


রংপুরে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু
ছবি: জনবাণী

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় খাদ্য বহনকারী ট্রাকের ধাক্কায় হাবু মুন্সি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার (১৩ জুলাই) গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর সয়রাবাড়ি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবু বিদিতর মাঝাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আলমদিতর ইউনিয়নের তুলশিরহাট থেকে কাজী ফার্মসের খাদ্যবাহী ট্রাক ইউনিয়নের সয়রাবাড়ির দিকে যাচ্ছিলো। ট্রাকটি সয়রাবাড়ি ব্রীজ এলাকায় এলে সাইড দিতে গিয়ে সাইকেল আরোহী হাবু মুন্সিকে ধাক্কা দেয়। এতে রাস্তা থেকে ছিটকে ঘটনাস্থলে তিনি মারা যান।


আরও পড়ুন: চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাঁস বিক্রেতার মৃত্যু


গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় কৃষক হাবু মুন্সি নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার থানায় অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


জেবি/ আরএইচ