শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়েই ঘরে ফিরবো: মোহাম্মদ শাহজাহান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগরের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত চান্দগাঁও থানা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে গঠন হতে যাওয়া নতুন কমিটির পদ প্রত্যাসীদের নজরকাঁড়া শোডাউন উত্তাপ ছড়িয়েছে নগর জুড়ে।
শনিবার (১৫ জুলাই) দুপুর গড়াতেই নগরীর বহদ্দারহাটের একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক লীগের পূর্ব ঘোষিত সম্মেলনটিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে জনস্রোত বয়েছে স্থানটিতে।
এসময় বিশাল শোডাউন নিয়ে সম্মেলনে অংশ গ্রহণ করা থানার সাবেক শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী মোহাম্মদ শাহজাহান জনবাণীকে বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক আজিজুর রহমান আজিজ ভাইয়ের নেতৃত্বে চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ এখন থেকেই রাজপথে থাকার প্রত্যয় নিয়েছি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে আমরা ঘরে ফিরবো।
তিনি আরো বলেন, সেবা শান্তি প্রগতি স্লোগানকে বুকে ধারন করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে দেশের একদল সাহসী উদ্যমী ও ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধু তনয়া ৪ বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া এশিয়ার সর্ববৃহত স্বেচ্ছাসেবি সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জনমানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে সকল অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো।
মোহাম্মদ শাহজাহান বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ এই পদটির দ্বায়িত্ব পালনের সুযোগ পেলে তৃণমূলের নেতা কর্মীদের উজ্জীবিত করার মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের অবদানের খবর ঘরে ঘরে পৌছে দিবো।
সেখানে আরো ছিলেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য শফিকুর রহমান সৌরভ, সংগঠনটির থানার কর্মী সংগঠক নুর মোহাম্মদ, মোহাম্মদ টিপু, মোঃ মহিউদ্দিন, সোহেল টেন্ডলসহ পদ প্রত্যাশীরা।
বিকেলে সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ জাতীয় সংগীতের সাথে সাথে সংগঠনের পতাকা ও কবুতর উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে
