নতুন রাজনৈতিক দলের তালিকা চূড়ান্ত হতে পারে আজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের খসড়া তালিকা আজ রবিবার চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। এদিন নির্বাচন ভবনে কমিশন সভায় নতুন দল নিবন্ধন দেয়ার বিষয়টি তোলা হবে।
ওই বৈঠকে নেত্রকোনা-৪ আসনের তফসিল ঘোষণা হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কমিশন বৈঠকে দুটি এজেন্ডা রয়েছে। একটি হচ্ছে নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও আরেকটি নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচন।
এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে দেশে বেশ আলোচনা চলছে।
আরও পড়ুন: রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি
সংক্ষিপ্ত তালিকায় ১২টি রাজনৈতিক দলের নাম রয়েছে। দলগুলো হচ্ছে- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন
