গণ অধিকার পরিষদসহ ১০ দলকে নিবন্ধনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

যাচাই-বাছাই শেষে প্রাথমিক বাছাইয়ে টিকে আসা এক ডজন দলের মধ্যে মাঠ পর্যায়ের তথ্য নেওয়ার পর দুটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
দল দুটি হলো—‘বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন’ ও ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’।
অন্যদিকে এবি পার্টি’, ‘গণ অধিকার পরিষদ’ ও নাগরিক ঐক্যসহ বাকি ১০টি দলকে সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: নতুন রাজনৈতিক দলের তালিকা চূড়ান্ত হতে পারে আজ
রবিবার (১৬ জুলাই) নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ৯৩টি আবেদনের বিপরীতে, ১২টি দলকে প্রাথমিক বাছাই করেছিল নির্বাচন কমিশন। নিবন্ধনপ্রত্যাশী ১২টি রাজনৈতিক দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই করা হবে বলে গত ১১ এপ্রিল জানিয়েছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন
