জীবননগর আন্দুলবাড়িয়া ইউপিতে চলছে ভোটগ্রহণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


জীবননগর আন্দুলবাড়িয়া ইউপিতে চলছে ভোটগ্রহণ
ছবি: জনবাণী

দীর্ঘ ৮ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন।


সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটনা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটাররা উৎসব মুখর পরিবেশের মধ্যে ভোট দিচ্ছে নিজেদের পছন্দমত প্রাথীদের।


যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নিয়যুক্ত করা হয়েছে ৪১৫জন পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি। নির্বাচনী মাঠে উপস্থিত আছেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।


আরও পড়ুন: নির্বাচনের পরিস্থিতি খুব একটা ভালো দেখছি না: হিরো আলম


জীবননগর উপজেলা নির্বাচন অফিস সূত্র থেকে জানা গেছে, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২২ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬৫৮ জন ও নারী ভোটার ১১ হাজার ২৯২ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহম্মেদ বলেন, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করা হবে।


জেবি/ আরএইচ