হাসপাতালে কেমন আছেন হিরো আলম?
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩
হিরো আলমের ওপর হামলা পরে আহত অবস্থায় তাকে রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সেখানকার চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করছেন। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১৭ জুলাই) বিকেলে এ তথ্য জানান হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট।
এদিকে হিরো আলমের সহকারী সবুজ জানান, ভুয়া বলে হিরো আলমের ওপর হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তারা ছাত্রলীগের লোক। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। হামলায় হিরো আলম মারাত্মক আহত হয়েছেন। তার অবস্থা ভালো না।
আরও পড়ুন: হিরো আলমকে মারধর, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক
এদিকে হিরো আলমকে দেখতে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে গেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
হিরো আলমের আরেক নির্বাচনি এজেন্ট জানান, ‘হিরো আলমকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা দেখছেন, তার অবস্থা ভালো না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি নির্বাচনে জিতেও যায় তাহলেও এই নির্বাচন বর্জন করলাম।’
সোমবার বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় হিরো আলমের ওপর হামলা হয়েছে।
জেবি/ আরএইচ/