হিরো আলমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি আরাফাতের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।
সোমবার (১৭ জুলাই) ভোটগ্রহণ শেষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
আরাফাত বলেন, ‘আমি শুনেছি একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: প্রাপ্ত কেন্দ্র ৪২: আরাফাত ৭,১৬১ হিরো আলম ১,৭৪১
নৌকা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘হামলাকারীরা যদি আমাদের দলের কর্মী হয়, তাহলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই সত্যটা উন্মোচিত হোক।’
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ
