আ.লীগের স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ, শান্তি শোভাযাত্রা শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৮ পিএম, ১৯শে জুলাই ২০২৩


আ.লীগের স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ, শান্তি শোভাযাত্রা শুরু
ছবিটি রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে তোলা

আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশ শুরু হয়েছে। এরই মাঝে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অন্তত দুই লাখ লোকের পদচারণায় মুখরিত হয়েছে।


বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রা পূর্বক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।


বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাধনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।


আরও পড়ুন: বিএনপির পদযাত্রায় রাজধানীতে ‘ভোগান্তি’


শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সঞ্চালনায় রয়েছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।


এর আগে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হন নেতাকর্মীরা।


জেবি/ আরএইচ/