কয়রায় ৫৩ কেজি হরিণের মাংসসহ আটক ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


কয়রায় ৫৩ কেজি হরিণের মাংসসহ আটক ১
ছবি: জনবাণী

কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৩ কেজি হরিণের মাংস ও ৩২০ কেজি বিষ প্রয়োগ করে মারা অবৈধ চিংড়ি মাছ জব্দ করেছে। এ সময় ১ জন চিংড়ি মাছ পাচারকারীকে আটক করা হয়েছে। 


বুধবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া খালের কিনারে অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করেছে পুলিশ।


অভিযান চলছে জানতে পেরে তিনটি বস্তায় হরিণের ওই মাংস খালের কিনারে ফেলে পাচারকারীরা খালে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। 


অভিযানকালে উপস্থিত ছিলেন- কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), এসআই বাবুন ও এএসআই মিহির মজুমদারসহ সঙ্গীয় ফোর্স। 


আরও পড়ুন: কয়রায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলে আটক


এর কিছুক্ষণ পরই পৃথক আরেকটি অভিযানে সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে শিকার করা ৩২০ কেজি চিংড়ি জব্দ করেছে পুলিশ। 


এসব চিংড়ি পরিবহনের সময় বিনন্দ বৈদ্য (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার মদীনাবাদ গ্রামের পুলিন বৈদ্যর পুত্র। 


কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা বলেন, উদ্ধার করা হরিণের ৫৩ কেজি মাংস আইনি প্রক্রিয়া শেষে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। আর চিংড়িসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


জেবি/ আরএইচ/