Logo

বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২২:১০
17Shares
বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ
ছবি: সংগৃহীত

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবেন বলে জানান মামলার অভিযোগ পর্যালোচনা করে জানা গেছে

বিজ্ঞাপন

শিবিরের সাবেক সভাপতি বলার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক মামলার আবেদন করেন। 

তবে মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় সোমবার (২৪ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াতের আদালত মামলার আবেদন খারিজ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (২৩ জুলাই) ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ (১) ধারায় অভিযোগ এনে মামলার আবেদন করা হয়। 

বিজ্ঞাপন

এরপর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবেন বলে জানান।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ পর্যালোচনা করে জানা গেছে, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’ 

এ ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়ায় বাগমারা আওয়ামী লীগ সভাপতি এমপি এনামুল হকের মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD