ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই মৎস্য সপ্তাহ চলবে।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঘোড়াঘাটে প্রসপারিটি প্রকল্পের ওরিয়েন্টেশন সভা
এতে উপজেলা মৎস্য অফিসার মো. রিয়াজ মোর্শেদ রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেত্র সরকারি মো. আজমত আলী, মৎস্য চাষি মো. আবু সায়াদ চৌধুরী, মো. শহিদুল ইসলাম, অশীষ কুমার সরকার, মৎস্যজীবি যোতিশ চন্দ্র প্রমুখ।
এ সময় মৎস্য চাষি, মৎস্যজীবি, খামার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/