জলঢাকায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময়
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ’ এই স্লোগান নিয়ে নীলফামারী জলঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অফিস কার্যালয়ে এ সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
সভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র রায়, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি নাসিমুজ্জামান নাদির, ভোরের দর্পণ প্রতিনিধি হাসানুজ্জামান সিদ্দিকী ক্ষেত্র সহকারী আবু ইয়াহিয়া প্রমুখ।
জেবি/ আরএইচ/