পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙা গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ ইসলাম নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার(২৬ জুলাই) দুপুরে শিশু আলিফ বাবার সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় বাবার অগোচরে পুকুরে নামলে পানিতে ডুবে যায় আলিফ।নিহত শিশুটি রামডাঙা গ্রামের লিখন ইসলামের ছেলে।


অনেক খোঁজা খুঁজির পর তাকে না পেয়ে স্বজনেরা পুকুরের পানিতে দেখলে সেখান থেকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজু আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরএক্স/