ক্যান্সার নির্ণয় কার্যক্রম নিয়ে বিএসএমএমইউ-বারডেম সমঝোতা স্মারক স্বাক্ষরিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গাইনোকোলজিক্যাল অনকলজি বিভাগের রোগীদের ক্যান্সার নির্ণয় এবং এ বিষয়ে তাদের গবেষক-কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বিশেষায়িত চিকিৎসা গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রবিবার (৩০ জুলাই) বিএসএমএমইউ ও বারডেম হাসপাতালের ইমিউনোলজি বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান ও বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মুর্তাজা কে আই কাইয়ুম চৌধুরী।
বিএসএমএমইউ-তে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মহোদয় উপস্থিত ছিলেন।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউর গাইনোকোলজিক্যাল অনকলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিরিন আখতার বেগম, ন্যাশনাল সেন্টার ফর সারভাইক্যালক্যান্সার এন্ড ব্রেস্ট ক্যান্সারডায়াগনস্টিক এন্ড ট্রেনিং-এর প্রকল্প পরিচালক অধ্যাপক আশরাফুন্নেসা, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি সায়েন্স ডিভিশনের পরিচালক এম শওকত হাসান, ইমিউনোলজি ও মলিক্যুলার ডায়াগনস্টিক বিভাগের প্রধান ড. মো. সোহরাব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাস্থ্য, চিকিৎসা ও গবেষণাসহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিএসএমএমইউ ও বারডেম হাসপাতাল আলাদাভাবে কাজ করে আসছে। জরায়ুর ক্যান্সারের বিভিন্ন ধরণ নির্ণয়ের জন্য এবং এ বিষয়ে চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে মুখ্য ভূমিকা রাখেছে।
সমঝোতা স্মারকের মাধ্যমে বারডেম হাসপাতালে বিএসএমএমইউ’র রোগীদের জরায়ুর ক্যান্সারের বিভিন্ন ধরণ নির্ণয় এবং তাদের গবেষক ও টেকনিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি ছাড়াও এ বিষয়ে উভয় প্রতিষ্ঠান বিশেষায়িত চিকিৎসা গবেষণা কার্যক্রমে একে অপরকে সহযোগিতা করবে। ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের গবেষণা ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যাপারেও তারা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে।