ঘোড়াঘাটে পুষ্টি মেলা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের কিশোর কিশোরী, মা ও শিশু ফোরামের সদস্যদের নিয়ে পুষ্টি মেলা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় বিভিন্ন ধরনের সুষম খাবার প্রদর্শন করা হয়।
বুধবার (২ আগস্ট) সকাল ১১ টায় বে-সরকারি সংস্থা গ্রাম বিকাশের ওসমানপুর প্রসপারিটি প্রকল্পের আয়োজনে দিন ব্যাপি ঘোড়াঘাট পৌর এলাকার গোবিন্দপুর সামাজিক উন্নয়ন কেন্দ্রে পুষ্টি মেলা ও ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন, শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম।
এ সময় প্রকল্পের কারিগরি কর্মকর্তা পুষ্টি মেহেদী হাসান, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন, সহকারী কর্মকর্তা লাভলীহুড, মোঃ আলমগীর হোসেন ও দীপক রায়সহ গ্রাম বিকাশ কেন্দ্রের কিশোর কিশোরী, মা ও শিশু ফোরামে সদস্যরা উপস্থিত ছিলেন।