খালার সাথে প্রেম করে বিয়ে করলেন যুবক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নিজের মায়ের বোন খালার সঙ্গে প্রেম, অবশেষে তাঁকেই বিয়ে। এ বিয়ে করা কি সম্ভব নাকি, তবে এমনটাই করে দেখিয়েছেন ভারতের ঝাড়খন্ডের যুবক অশোক রানা (সোনু)। নিজের মাসির সঙ্গে এক বছর যাবৎ চুটিয়ে প্রেমের পর আপাতত তাঁকেই বিয়ে করে প্রাণ রক্ষায় থানা পুলিশের দ্বারস্থ যুবক। ঘটনায় এলাকায় রসালো আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ঝাড়খন্ডের ছাত্রা গ্রামের বাসিন্দা অশোক রানা (সোনু) বতর্মানে হায়দ্রাবাদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বছর খানেক আগে নিজের মায়ের বোনের প্রেমেই পড়েন তিনি। সম্মতি ছিল অন্য পক্ষেরও। এই সম্পর্ককে আরও গভীর করতে তারা উভয়ে মিলিত হয়ে একটি শিব মন্দিরে গিয়ে বিয়ে সারেন।
বিয়ের পর বাড়ি ঢুকতেই গ্রামবাসী রে রে করে তেড়ে আসেন। তেলে বেগুনে জ্বলে ওঠেন পরিবারের সদস্যরাও। নিজের বোনকে বৌমা হিসেবে এবং নাতিকে জামাই হিসেবে মানতে নারাজ উভয় পরিবার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিরাপত্তা চেয়ে সদর থানায় দ্বারস্থ হন ওই দম্পতি। তাঁদের দাবি সম্মান রক্ষা করতে তাঁদের খুন করতে পারে।
এসএ/